Breaking News

ছবির মাঝেই – প্রদীপ ঘড়া

ছবির মাঝেই
– প্রদীপ ঘড়া

আজও আছি তার পথ চেয়ে
নীরবে নীরবে আড়ালে আড়ালে
প্রান শুধু কাঁদে
ছোঁড়া ফুল যে পড়ে
ঠাকুরের পায়ে
আমার গোলাপ গেছে শুকিয়ে
কতদিন এমনি গেল চলে
আমার মন এখনো মানে না যে
আশায় আশায় পথ চেয়ে
এখনো আছে তারই খোঁজে
ভূবন ও পারে ছোট এই
বুকের মাঝে
আরও কত ব্যথা আছে লুকিয়ে
ব্যথার সাথে খেলা করে
এমনই দিন গুলো কাটে
জানিনা এখনো তারে পাবো কিনা
তবুও এই হৃদয়ে আঁকা ছবি
মুছতে পারিনি আজও
যখন ভাবি তখন দেখি
খোলা আকাশে
আমার ছবি ভেষে চলেছে
নয়নের এদিক থেকে ওদিকে
জানিনা এই ছবিই আমার
তোমার দেখাই
এই ছবির মাঝেই ।

Check Also

স্বাধীন দেশের নেতৃত্ব কলমে – মায়া সাহা

স্বাধীন দেশের নেতৃত্ব কলমে – মায়া সাহা হে মহান – নেতাজি ! তুমি বলেছিলে – …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।