Breaking News

কঠিন বাস্তবতা কলমে – শৈলেন মন্ডল

কঠিন বাস্তবতা
কলমে – শৈলেন মন্ডল

জীর্ন আঁখিপাতের কাজলটা আজও অভিমানী হয়ে চিলেকোঠার ছাপোষা ঘরে কেমন যেন আবেগী নির্লিপ্তমান হয়ে বসে আছে।

ভালবাসায় সম্পর্কে চাদর জড়ানো রংমশালটাও নিভে যাওয়ার পূর্বে জ্বলে উঠবে বলে ক্ষীণ প্রচেষ্টায় বিলীন হতে চায় না।

সুগভীর নিশীথের আধোঘুমের ঢুলু ঢুলু চোখগুলি চাঁদের আলো মাখার বাসনায় অবিরত প্রিয়ার অপেক্ষার প্রহর গোনে।

ম্যাড়ম্যাড়ে আবহাওয়ায় ভিড় করে আসে নিকষকালো অন্ধকারের ঘনত্ব।

আর রেখে দিয়ে যায় তীব্র রক্তক্ষরণের দীর্ঘ নাভিশ্বাসের ছাপ।

পিলসুজের আলো আর জ্বলতে চায় না স্তিমিত মেকি সভ্যতার নাড়িছেঁড়া রক্তজলে ভেজানো সলতে নিয়ে।

রাতের অন্ধকারের গভীরে স্তিমিত ভালবাসার অভিমানী অনুভূতি বয়ে নিয়ে আসে শানিত বাক্যবানের ফলা।

কঠোর কঠিন বাক্যবানের ফলায় খুন হয়ে সুদূর তেপান্তরের মাঠ ভরে যায় সারি সারি জীবন্ত লাস।

বিরহকাতর যন্ত্রনায় ফুটে ওঠে বঞ্চিত ভালবাসার ব্যাথিত প্রেমের মর্মান্তিক দীর্ঘ নিঃশ্বাস।

স্তম্ভিত হয় আদি সভ্যতার ঐতিহ্য বহনকারী বেলোয়াড়ী ঝাড়বাতি আর বেহাগের সুরে তানপুরার আবেশ মাখানো সুরমুর্চ্ছনা।

বাস্তবের মাটিতে চলতে থাকে মেকি সভ্যতার শব ব্যবচ্ছেদের হিসেব নিকেশ।

২২.০৬.২০২০

Check Also

স্বাধীন দেশের নেতৃত্ব কলমে – মায়া সাহা

স্বাধীন দেশের নেতৃত্ব কলমে – মায়া সাহা হে মহান – নেতাজি ! তুমি বলেছিলে – …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।