Breaking News

গহীন নিশা – কিরণময় নন্দী

গহীন নিশা
– কিরণময় নন্দী

উল্টো স্রোতে গা-ভাসিয়ে
অন্য গাঙে তোর ঠিকানা
আমার তরী ভেসেই চলে
শুধু ভালোবাসাই মানা।

প্রতীক্ষায় তোর মুঠোফোন
রাতের পর রাত
একটু কথা বলবো ভেবে
শুধুই অপেক্ষায় সারারাত।

পূবের জানালা বন্ধ তোর
হয়তো দক্ষিণ দুয়ার খোলা
আমার সাথে কাটানো ক্ষন
কেবলই ছেলেখেলা।

মাধবীলতার তলায় বসে
কতই না আগামীর স্বপ্ন!
মাধবীলতার পাতা খসে যায়
আমার রাত-ভরা দুঃস্বপ্ন।

বল না সুমি কি পেলি তুই
আমায় দূরে ঠেলে
কেনই এতো বাসলি ভালো
কেন দিলি ঠেলে এতো অবহেলে!

তুই তো আজ অন্য পথে
আমি পথ হারিয়ে একলা বসে আছি
তোর জন্যে সাজানো স্বপ্ন
ধুয়েমুছে মাটি।

রং-তুলিতে আঁচড় দিয়ে মাধবীলতা
আজও আমার দেয়াল জুড়ে
দূর আকাশে ক্লান্ত বলাকা
ফিরে চলে আপন নীড়ে।

তুই ঘর গুছিয়ে আপন বাসায়
মুঠো ভরা ভালোবাসা
আমার হৃদয় প্রেমহীন নির্দয়
শুধু অমাবস্যার গহীন নিশা।

Check Also

স্বাধীন দেশের নেতৃত্ব কলমে – মায়া সাহা

স্বাধীন দেশের নেতৃত্ব কলমে – মায়া সাহা হে মহান – নেতাজি ! তুমি বলেছিলে – …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।