Breaking News

বাবা – কিরণ মাহমুদ মান্না

বাবাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় এই নিবেদন।

বাবা
– কিরণ মাহমুদ মান্না

দুটি বর্ণের ছোট্ট কথা
বাবা যে তার নাম,
সেই নামের ওজন দিলে
দেয়া যাবে না তার দাম।

খোদার পরে মায়ের আসন
তারপরেই তো বাবা,
যেমন সেবা করবে বাবার
তেমন সেবাই তুমি পাবা।

বাবার তুলনা শুধুই বাবা
বাবা যে বড়ই মহিয়ান,
ভুলেও কভূ সেই বাবাকে
করোনা কেউ অপমান।

নম্র ভদ্রতায় কথা বলো
মেজাজ দেখাও নরম,
তুমিও একদিন বাবা হবে
তাই বাবাকে দিওনা বৃদ্ধাশ্রম।

বাবা থাকিতে বাবার মর্যাদা
করতে শিখো ও ভাই,
বাবা নাই যার এই সংসারে
সেইতো কেবল বুঝে মর্মটাই।

উৎস্বর্গঃ সকল বাবা’দের।

২০/০৬/২০২০ইং
সিঙ্গাপুর প্রবাসী

Check Also

স্বাধীন দেশের নেতৃত্ব কলমে – মায়া সাহা

স্বাধীন দেশের নেতৃত্ব কলমে – মায়া সাহা হে মহান – নেতাজি ! তুমি বলেছিলে – …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।