Breaking News

শান্তির অভিযান – দেবযানী গাঙ্গুলী

শান্তির অভিযান
– দেবযানী গাঙ্গুলী

বর্ষা শেষের বৃষ্টিবিকেল টাপুর টুপুর উজানকথা —
অস্তরাগের আবেশে লুটায় লালিমার সুখ প্রসন্নতা ।

ধারায় ধারায় মনভরানোর আসমানী অভিসন্ধি,
শান্তির খোঁজে পারাবত ফেরে, উড়ো মন ফ্রেমে বন্দি ।

মনে মন ছুঁয়ে দূরত্ব মাপে চৌরাসিয়ার বাঁশি,
জমানো আবেগ নির্ঝর হয়ে বলে যায় ‘ভালবাসি’।

ভালবাসি তবু ঘর হারানোর ভয় কেন তোর যায় না !
শতাব্দী জুড়ে সাদা পায়রার ঘুম কাড়ে ক্রুর হায়না ।

যজ্ঞ সমিধে মিলে মিশে গেছে শান্তির স্তবপাঠ,
প্রতিশ্রুতির ঘুমপাড়ানিতে জীবন্ত বিভ্রাট ।

নারীও যখন নাগিনী রূপিনী সাক্ষাত নাগকন্যা,
ধ্বস্ত হয়েছে শান্তির নীড়,বানভাসি ঘরকন্না ।

স্বপ্নের ডাকে ঘর ছেড়ে ছুট নবজীবনের আশা —
লাশকাটা ঘরে শান্তি খুঁজেছে প্রেমহীন ভালবাসা ।

বস্তি পুড়িয়ে আলো ঝলমলে উন্নত আবাসন ,
ধামাচাপা পড়া ফাইলেরা জানে শান্তির প্রহসন ।

যৎসামান্য সরকারী দান সাগরে শিশির যথা,
কঙ্কালসার পাঁজরের খাঁজে শান্তির কথকতা ।

সীমান্ত জুড়ে শান্তি ফিরিয়ে কফিনেরা প্রাণহীন,
বিবর্ণ সিঁথি, কে মেটাবে তার স্বপ্নসাধের ঋণ!

শরীর ছুঁয়েছে কালো নিঃশ্বাস ঘনঘোর অমাবস্যা,
নুন ভাত শোনে আগুন নেভানো শান্তির বারোমাস্যা ।

শান্তি বাণীতে হিংসা ধুয়েছে মহামানবের সুর —
মূক ইতিহাস কালো অক্ষরে তবু আজও ব্যথাতুর ।

ভাঙা সেতু জানে অন্তরে তার দুঃখগোপন চুক্তি,
ঘুণের গভীরে মানবতা কাঁদে, শান্তির অবলুপ্তি ।

বন্ধু! হয়ত এসেছে সন্ধ্যা– ক্লান্ত ডানার গান,
শ্মশানের সুখে স্মিত হাসি মুখ, শান্তির অভিযান ।

আজ বিশ্ব শান্তি দিবসে আমার অনুভব ……….

Check Also

স্বাধীন দেশের নেতৃত্ব কলমে – মায়া সাহা

স্বাধীন দেশের নেতৃত্ব কলমে – মায়া সাহা হে মহান – নেতাজি ! তুমি বলেছিলে – …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।