Breaking News

অকর্মার প্রতি – সুমিতাংশু দোয়শী

খরের চালে আগুন লাগলে পরে
তুই কেন‌ ভাই অমনি ছুটে যাস?
পুড়ছে পড়ুক অন্য লোকের ঘর
তুই কেন‌ যাস?
যা কেটে যা কাব্যি ঘোড়ার ঘাস।
মরছে ওরা মরতে দে না ভাই,
তাতে তোর বা আমার কী বা এসে যায়?
পুড়ছে যখন পুড়তে দে না ওদের,
মরতে দে না।
ওদের মরণ বড় সাধের।
ওদের কেউ যখন নাই তুই গিয়ে কী করিস?
কেন সবার জন্যে কর্ম করিস?
তার থেকে আয় আমার সাথে আয়।
কবি টবি বলবে তোকে, জ্ঞানের সীমা নাই।
তুই আর আমি চল অন্য ঘরে যাই।
কেউ কিছু করছে না কেন
এসব আলোচনা চালাই।
ঠাণ্ডা হাওয়া মন প্রাণেতে পড়ুক
ওরা যেমন‌ মরছে তেমন মরুক।

Check Also

লাল রঙের – কিরণময় নন্দী

লাল রঙের – কিরণময় নন্দী রক্ত সে লাল রঙের কিসের তফাৎ বাবু? ধোঁয়া সে তো …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।