Breaking News

চিড়িয়াখানা – সুমিতাংশু দোয়শী

ইসকুলে তে গিয়ে গো ভাই
দেখে এলেম কাণ্ড খানা।
আজব রঙ্গ হচ্ছে গো ভাই
বাংলার পাঁচ চিড়িয়াখানা।

হোঁৎকা হুঁৎকি গোমড়া গুমড়ি
ইরিং বিড়িং ভাষণ ঝাড়ে,
সদ্য ফোটা ফুলের কলি
শিলনোড়াতে পিষিয়ে মারে।

ঠক ঠকা ঠক টকর টকর,
কি যে করে বকর বকর।
নাই হাসি ভাই নাইকো খবর
চোখ রাঙাতে পারে জবর।।

গণ্ডি ভাঙ্গার মন্দিরে ভাই
গণ্ডি টানাই আসল কাজ।
বিদ্যা দেবী খেদিয়ে দিয়ে
নাচছে দেখো ভূতের নাচ।

মরছে যত ফুলের কলি
তাদের কথা কেই বা ভাবে?
ভাবলে পরে তাদের কথা
না হেসে কি থাকা যাবে?

কে আছো গো কেউ কি নাই?
হাসি মজার কদর চাই।
এসো গো ভাই, হাসাও হাসি
জ্ঞান না দিয়ে ভালোবাসি।।

>>>>>>>>>>>দোশী<<<<<<<<<<<

Check Also

লাল রঙের – কিরণময় নন্দী

লাল রঙের – কিরণময় নন্দী রক্ত সে লাল রঙের কিসের তফাৎ বাবু? ধোঁয়া সে তো …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।